fbpx

Bkash Rocket Mobile Banking

Bkash, Rocket, Mobile Banking

bKash । Rocket ।Mobile banking limit

Bkash Rocket Mobile Banking
মোবাইলে ব্যাংকিং বা আর্থিক সেবার (এমএফএস) লেনদেন সীমা আবার বাড়ানো হয়েছে।

বিকাশ ও রকেটে লেনদেনের সীমা বাড়ল। bKash । Rocket ।Mobile banking limit

video
play-rounded-fill

RealTech Master

Published on YouTube May 19, 2019

By Mahfouz..

বিকাশ ও রকেটে লেনদেনের সীমা বাড়ল। bKash । Rocket ।Mobile banking limit

Banking

মোবাইলে ব্যাংকিং বা আর্থিক সেবার (এমএফএস) – লেনদেন সীমা আবার বাড়ানো হয়েছে। এখন আগের চেয়ে দ্বিগুণ টাকা জমা বা ক্যাশ ইন করা যাবে। আর উত্তোলন করা যাবে আগের চেয়ে আড়াই গুন। একইভাবে এক হিসাব থেকে অন্য হিসাবে অর্থ স্থানান্তর সুবিধাও আড়াই গুন বাড়ানো হয়েছে।

আজ রোববার বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনের মাধ্যমে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের এ নতুন সীমা নির্ধারণ করে দিয়েছে। মোবাইল ব্যাংকিং ব্যবহার করে ডিজিটাল হুন্ডি বিতরণের প্রমাণ পাওয়ায় ২০১৭ সালের জানুয়ারিতে লেনদেন সীমা কমিয়ে দেয় কেন্দ্রীয় ব্যাংক। প্রায় দেড় বছর পর আবার সীমা বাড়ানো হলো।

এখন একজন গ্রাহক তার অ্যাকাউন্টে দিনে পাঁচ বারে ৩০ হাজার টাকা ক্যাশ ইন বা জমা করতে পারবেন। আর মাসে ২৫ বারে সর্বোচ্চ দুই লাখ টাকা ক্যাশ ইন করা যাবে। এত দিন দিনে দুই বারে সর্বোচ্চ ১৫ হাজার টাকা জমা করতে পারতেন একজন গ্রাহক।

একই সঙ্গে দিনে সর্বোচ্চ পাঁচ বারে ২৫ হাজার টাকা তোলা বা ক্যাশ আউট করা যাবে। মাসে ২০ বারে এক লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করা যাবে। এত দিন দিনে দুই বারে সর্বোচ্চ ১০ হাজার টাকা তোলা বা ক্যাশ আউট করা যেত। মাসে ১০ বারে ৫০ হাজার টাকা উত্তোলন সুবিধা ছিল।

From Bkash

বিঃদ্রঃ

একজন বিকাশ একাউন্ট হোল্ডার তার বিকাশ একাউন্ট থেকে প্রতিদিন সর্বোচ্চ ১০,০০০ টাকা এবং প্রতি মাসে সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত টাকা তুলতে পারবেন -(এজেন্ট এবং এটিএম থেকে সম্মিলিতভাবে)-

একজন বিকাশ একাউন্ট হোল্ডার যে কোন মুহূর্তে তার একাউন্টে-এ সর্বোচ্চ ৩০০,০০০ টাকা রাখতে পারবেন।

একটি বিকাশ একাউন্ট থেকে যেকোনো সময়ে একবারে প্রিপেইড নম্বরে সর্বোচ্চ *১,০০০ টাকা এবং পোস্টপেইড নম্বরে সর্বোচ্চ *৫,০০০ টাকার এয়ারটাইম ব্যালেন্স রিচার্জ করতে পারবেন।

From Prothom Alo

শুক্রবার থেকে মোবাইল ব্যাংকিং বন্ধ

নির্বাচন কমিশনের নির্দেশে সব ধরনের মোবাইল ফিন্যান্সিয়াল সেবা শুক্রবার থেকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আগামী রোববার বিকেল ৫টা পর্যন্ত এ সেবা বন্ধ থাকবে। ফলে ব্যাংকের পাশাপাশি শুক্রবার থেকে বিকাশ, রকেট, ইউক্যাশ, এম
ক্যাশ, শিওর ক্যাশের মতো সেবা বন্ধ থাকছে।

তবে শনিবার বিকেল ৫টা থেকে রোববার বিকেল ৫টা পর্যন্ত ব্যক্তিগত হিসাব থেকে একদিনে সর্বোচ্চ ৫ হাজার টাকা লেনদেন চালু
রাখতে পারবে ব্যাংকগুলো। নির্বাচন কমিশনের নির্দেশে বাংলাদেশ ব্যাংক গতকাল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে
মোবাইল ব্যাংকিং কখন বন্ধ হবে—তার সুনির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি।

এদিকে অপর এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক নির্দেশ দিয়েছে, টানা ব্যাংক বন্ধের মধ্যে এটিএম মেশিনে পর্যাপ্ত টাকা রাখতে হবে।
একই সঙ্গে এ সেবা যাতে কোনোভাবে বিঘ্ন না ঘটে তার ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এ ছাড়া ব্যাংকগুলোকে পয়েন্ট অব সেলস (পিওএস) ও অনলাইন পরিশোধ ব্যবস্থাও চালু রাখতে বলা হয়েছে ।

সাপ্তাহিক ছুটি, জাতীয় নির্বাচন ও ব্যাংক ছুটির কারণে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে।

মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন সীমা বাড়ল

Prothom Alo

মোবাইলে ব্যাংকিং বা আর্থিক সেবার (এমএফএস) লেনদেন সীমা আবার বাড়ানো হয়েছে। এখন আগের চেয়ে দ্বিগুণ টাকা জমা বা
ক্যাশ ইন করা যাবে। আর উত্তোলন করা যাবে আগের চেয়ে আড়াই গুন।
একইভাবে এক হিসাব থেকে অন্য হিসাবে অর্থ স্থানান্তর সুবিধাও আড়াই গুন বাড়ানো হয়েছে।

আজ রোববার বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনের মাধ্যমে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের এ নতুন সীমা নির্ধারণ করে দিয়েছে।
মোবাইল ব্যাংকিং ব্যবহার করে ডিজিটাল হুন্ডি বিতরণের প্রমাণ পাওয়ায় ২০১৭ সালের জানুয়ারিতে লেনদেন সীমা কমিয়ে দেয়
কেন্দ্রীয় ব্যাংক। প্রায় দেড় বছর পর আবার সীমা বাড়ানো হলো।

এখন একজন গ্রাহক তার অ্যাকাউন্টে দিনে পাঁচ বারে ৩০ হাজার টাকা ক্যাশ ইন বা জমা করতে পারবেন। আর মাসে ২৫ বারে সর্বোচ্চ
দুই লাখ টাকা ক্যাশ ইন করা যাবে। এত দিন দিনে দুই বারে সর্বোচ্চ ১৫ হাজার টাকা জমা করতে পারতেন একজন গ্রাহক।

একই সঙ্গে দিনে সর্বোচ্চ পাঁচ বারে ২৫ হাজার টাকা তোলা বা ক্যাশ আউট করা যাবে। মাসে ২০ বারে এক লাখ ৫০ হাজার টাকা
উত্তোলন করা যাবে। এত দিন দিনে দুই বারে সর্বোচ্চ ১০ হাজার টাকা তোলা বা ক্যাশ আউট করা যেত। মাসে ১০ বারে ৫০ হাজার
টাকা উত্তোলন সুবিধা ছিল।

সূত্র জানায়, ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে দৈনিক ৫০ হাজার টাকা লেনদেন করা যায়।
এর মাধ্যমে প্রতি মাসে ৫ লাখ টাকা লেনদেন সুযোগ রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক এ নিয়ে বারবার আপত্তি জানালেও সরকার তাতে সায়
দেয়নি। এর প্রেক্ষিতেই এমএফএসের লেনদেন সীমা বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, বাজারে সমতা আনতে এ উদ্যোগ।
আর এখন মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন অনেক বেড়েছে।

You Can Visit Our Websites :- JACCHE.COM

Facebook Pages :-
(1) ভালবাসা_
(2) Advanced Products
(3) Jacche.com

YouTube Channel :- Apu Chandro Sorker

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.