fbpx

Corporate Office

আমার তুমি আপাদমস্তক একটা কর্পোরেট অফিস ।

আমার তুমি আপাদমস্তক একটা কর্পোরেট অফিস ।

সময় করে ঘুমোতে যাও,
আবার সময় করে সকাল পাঠাও ।
সপ্তাহ শেষে ভালোবাসা তোমার উপচে পরে ,
আবার ঘড়ি ঘুরিয়ে কাজে ফিরে যাও ।
.
অত নিয়মে হৃৎপিণ্ড আমার শব্দ করে না ।

আমি তো রাত দুটোতে আচমকা বলতে পারি ,”চল দেখে আসি এ শহরের পৌর চিৎকার”
অথবা ঝুম কোনো বৃষ্টিতে খুঁজে আসি রেলস্টেশনের কিছু বৃদ্ধ হাহাকার ।
.
এই যান্ত্রিকতা থেকে ছুটি নিয়ে ফিরে আসো ঘরে ,
আটপৌর‌ আমি অপেক্ষা করছি ডাল-ভাতের রাতের খাবারে ।
.
কেমন যেন মানুষের বাইরে ভাবতে পারছি না আর ,
আজন্ম যুদ্ধ চলছে মানুষ হবার ।

-মেঘ ।

লিখেছেন :- মেঘ

Facebook Post Link :- Click Here

You Can Visit Our Websites :- JACCHE.COM

Facebook Pages :-
(1) ভালবাসা_
(2) Advanced Products
(3) Jacche.com

YouTube Channel :- Apu Chandro Sorker

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.