fbpx
Noyono Tomare - Teaser | Buro Sadhu | | Vik | Ritwick Chakraborty, Ishaa Saha, Timir Biswas,

Noyono Tomare

Noyono Tomare

Noyono Tomare – Buro Sadhu | Vik | Ritwick, Ishaa, Timir Biswas, Pranjal | Rabindra Sangeet

Nayan Tomare Pay Na Dekhite Lyrics (নয়ন তোমারে) Rabindra Sangeet

Presenting Noyono Tomare from #BuroSadhu starring Ritwick Chakraborty, Ishaa Saha, Mishmee Das and Chiranjeet.

Written and composed by Rabindranath Tagore
Sung by Timir Biswas
Song arranged by Pranjal Das & Nabarun Bose
Keyboard and programming by Nabarun Bose
Song Mixed and Mastered by Shamik Guha Roy at Muzik House
Studios.

Film – Buro Sadhu
Written & Directed by Vik
Producer: Wisemonk Creative
In-association with Abir Ghosh & Somnath Ghosh
DOP: Sanjib Ghosh
Song Editor: Shrimonto Dholui, Sumit Chaudhuri
D.I – Arindam

Music Label – WEBAQOOF MUSIC

Stay Tuned with Webaqoof Music & Wise Monk Creative

video
play-rounded-fill

Nayan Tomare Pay Na Dekhite Song Lyrics In Bengali :

নয়ন তোমারে পায়না দেখিতে
রয়েছ নয়নে নয়নে,
হৃদয় তোমারে পায়না জানিতে
হৃদয়ে রয়েছ গোপনে, রয়েছ নয়নে নয়নে।
নয়ন তোমারে পায়না দেখিতে
রয়েছ নয়নে নয়নে।

বাসনার বশে মন অবিরত
ধায় দশ-দিশে পাগলেরও মত,
স্থির আঁখি তুমি, মরমে সতত
জাগিছো শয়নে স্বপনে,
রয়েছ নয়নে নয়নে।

সবাই ছেড়েছে নাই যার কেহ
তুমি আছো তার আছে তব স্নেহ,
নিরাশ্রয় জন পথ যার গেহ
সেও আছে তব ভবনে,
সেও আছে তব ভবনে।

তুমি ছাড়া কেহ সাথী নাই আর
সমুখে আনন্ত জীবন বিস্তার,
কাল পারাবার করিতেছ পার
কেহ নাই জানে কেমনে
রয়েছ নয়নে নয়নে।

জানি শুধু তুমি আছো তাই
আছি তুমি প্রানময়,
তাই আমি বাঁচি,
যত পাই তোমায় আরও তত যাচি
যত জানি তত জানিনে,
যত জানি তত জানিনে।

জানি আমি তোমায় পাবো নিরন্তর
লোক লোকান্তরে যুগ যুগান্তর,
তুমি আর আমি মাঝে কেহ নাই
কোন বাধা নাই ভুবনে,
রয়েছ নয়নে নয়নে।

নয়ন তোমারে পায়না দেখিতে
রয়েছ নয়নে নয়নে,
হৃদয় তোমারে পায়না জানিতে
হৃদয়ে রয়েছ গোপনে
রয়েছ নয়নে নয়নে
রয়েছ নয়নে নয়নে..

নয়ন তোমারে পায়না দেখিতে লিরিক্স – রবীন্দ্রসঙ্গীত :
Noyon Tomare Pay Na Dekhite
Royecho noyone noyone
hridoy tomay payna janite
hridoye royecho gopone
Royecho nayane nayane

hh

NOYON TOMARE SONGTEXT

নয়ন তোমারে পায়না দেখিতে
রয়েছ নয়নে নয়নে ।
হৃদয় তোমারে পায়না জানিতে
হৃদয়ে রয়েছ গোপনে রয়েছ নয়নে নয়নে।
বাসনার বশে মন অবিরত
ধায় দশ-দিশে পাগলেরও মত
স্থির আঁখি তুমি
মরমে সতত-জাগিছ শয়নে স্বপনে
রয়েছ নয়নে নয়নে।
সবাই ছেড়েছে নাই যার কেহ
তুমি আছ তার আছে তব স্নেহ
নিরাশ্রয় জন পথ যার গেহ
সেও আছে তব ভবনে।
তুমি ছাড়া কেহ সাথী নাই আর
সম্মুখে আনন্ত জীবন বিস্তার
কাল পারাবার -করিতেছ পার
কেহ নাই জানে কেমনে
রয়েছ নয়নে নয়নে।
নয়ন তোমারে পায়না দেখিতে
রয়েছ নয়নে নয়নে ।
জানি শুধু তুমি আছ
তাই আছি তুমি প্রানময়
তাই আমি বাঁচি যত পাই
তোমায় তত যাচি
যত জানি তত জানিনে।
জানি আমি তোমায় পাব নিরন্তর
লোক লোকান্তরে যুগ যুগান্তর
তুমি আর আমি মাঝে কেহ নাই
কোন বাধা নাই ভুবনে
রয়েছ নয়নে নয়নে।
নয়ন তোমারে পায়না দেখিতে
রয়েছ নয়নে নয়নে ।
হৃদয় তোমারে পায়না জানিতে
হৃদয়ে রয়েছ গোপনে
রয়েছ নয়নে নয়নে।

Ashkara (From “Buro Sadhu”)

Credits:
Song Name – Ashkara
Vocal – Timir Biswas & Bumpai Chakraborty
Guitars – Pinaki Dey
Bass Guitar – Somitjyoti Roy
Drums – Sandipan Parial
Violin – Bhaswar Sen
Keyboard & Pianica – Nabarun Bose
Written & Composed By – Pranjal Das
Co-Composed By – Somitjyoti Roy
Arrangement – Nabarun Bose
Mix & Mastered – Anindit Roy

Film – Buro Sadhu
Written & Directed by Vik
Producer: Wisemonk Creative
In-association with Abir Ghosh and Somnath Ghosh
DOP: Sanjib Ghosh
Song Editor: Shrimonto Dholui
D.I – Arindam

Music Label – WEBAQOOF MUSIC

Stay Tuned with Webaqoof Music & Wise Monk Creative

Ashkara – Buro Sadhu

Ashkara – Buro Sadhu | Vik | Ritwick, Ishaa, Chiranjeet, Mishmee | Pranjal | Timir Biswas | Bumpai

video
play-rounded-fill

কিছু নষ্ট বিকেলে দিক ভ্রষ্ট হয়ে যায় পাখিরা
একটি বিশেষ বৃক্ষতে একলা পড়ে যায় বাকিরা,

ভিজতে গিয়ে মাঝ রাতে শুকিয়ে যাচ্ছে দেহটা
আলোর মধ্যে আপনজন তবু প্রশ্ন জাগে কে ওটা?

গ্রীষ্মকালেও বৃষ্টিপাত একি কাণ্ড হচ্ছে বল দেখি,
দাঁড়িপাল্লাও বুঝছে না কে যে হালকা কার ওজন বেশি।
আমি বুঝি আমাকে, বৃষ্টির দাগ লেগে জামাতে,
ছুটতে গিয়ে হোঁচট খাই, তবু মন চাইছে না থামাতে।

তবু ভাবছি প্রেক্ষাপট বিষযন্ত্র মিশছে প্রতীক্ষায়,
ফল বেরিয়ে যাওয়ার পর ফের বসতে হচ্ছে পরীক্ষায়।
তোমার মতো আমিও, তাই সাবধানে পা নামিয়ো,
বৃষ্টিপাতের সূত্রপাত কোথায় তা ভেবে জানিয়ো।

Ashkara – Buro Sadhu | Vik | Ritwick, Ishaa, Chiranjeet, Mishmee | Pranjal | Timir Biswas | Bumpai

ও.. পিছলায় আকাশ শুকনা মাটি
শেওলা মনে কেমনে হাঁটি,
শরীর বোঝে শীতল পাটি
আমার মাথায় অচিন পাখি।

কিছু নষ্ট বিকেলে দিক ভ্রষ্ট হয়ে যায় পাখিরা
একটি বিশেষ বৃক্ষতে একলা পড়ে যায় বাকিরা,
ভিজতে গিয়ে মাঝ রাতে শুকিয়ে যাচ্ছে দেহটা
আলোর মধ্যে আপনজন তবু প্রশ্ন জাগে কে ওটা?

গ্রীষ্মকালে তুষারপাত এ কি কান্ড হচ্ছে বল দেখি
দাড়ি পাল্লাও বুঝছেনা কে যে হাল্কা কার ওজন বেশি,
আমি বুঝি আমাকে বৃষ্টির দাগ লেগে জামাতে
ছুটতে গিযে হোঁচট খাই তবু মন চাইছে না থামাতে।
ও ও হো …

তোমারই আস্কারায় মাছেরা আঁশ ছাড়ায়
নতুন ব্যাকরনে তুমি নতুন কোন এক অবতার,
দুপাশে লাল জলে, দু’পা আজ টলটলে
দাঁড়িয়ে মাঝখানে তুমি ভাবো তুমি কার..

তবু ভাবছি প্রেক্ষাপট বিষ যন্ত্র মিসছে প্রতীক্ষায়
ফল বেরিয়ে যাওয়ার পর ফের বসতে হচ্ছে পরীক্ষায়,
তোমার মতো আমিও তাই সাবধানে পা নামিও
বৃষ্টিপাতের সূত্রপাত কোথায় তা ভেবে জানিও।
ও ও হো ..

বৃক্ষে আলোর কে কার বাড়ি
হাওয়ায় ভাষা বেতার গাড়ি,
মেঘের নিচেও মেঘের সারি
অচিনপুরে দিলে পাড়ি।

-রবীন্দ্রনাথ ঠাকুর

Introduction :-

You Can Visit Our Websites :- JACCHE.COM

Facebook Pages :-
(1) ভালবাসা_
(2) Advanced Products
(3) Jacche.com

YouTube Channel :- Apu Chandro Sorker

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.